ময়মনসিংহের তারাকান্দায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। টিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৫ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪টি পরিবারের মাঝে ২ বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জানা গেছে, তারাকান্দা উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও তারাকান্দা মডেল প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক ও তারাকান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর তালুকদার প্রমুখ।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
