‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই প্রতিপাদ্যের আলোকে মুকসুদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গোপালগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে।
মঙ্গলবার (১৩ মে) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
ওই সভায় বিশেষ বক্তা ছিলেন গোপালগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নি খাতুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামীম হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আফলাতুন আক্তার আসমা।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং জনস্বাস্থ্যের জন্য তা নিশ্চিত করার প্রয়োজনিয়তার গুরুত্বারোপ করেন।
সভায় মুকসুদপুর সদর বাজারের হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টান্ন ভাণ্ডার ও বেকারির ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে