AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের চকলেট উপহার দিলেন জেলা প্রশাসক



নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের চকলেট উপহার দিলেন জেলা প্রশাসক

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সমাপনী দিনে নারায়ণগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে পরীক্ষার্থীদের উৎসাহিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১৩ মে) নারায়ণগঞ্জ জেলার ৪৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৩,১৮২ জন পরীক্ষার্থীর হাতে পরীক্ষার শেষে চকলেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসকের উদ্যোগে নেওয়া এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করে।

জেলা প্রশাসক নিজে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের আগামী দিনের পথচলায় সফলতা কামনা করেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

চকলেট বিতরণের পাশাপাশি জেলা প্রশাসক পরীক্ষার্থীদের সার্বিক অভিজ্ঞতা ও পরীক্ষার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সেই সঙ্গে পরীক্ষার পরবর্তী সময়কে ফলপ্রসূভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনাও দেন।

শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও মানবিক দায়বদ্ধতার প্রকাশ হিসেবে এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে শিক্ষক-অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের কাছেও।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!