AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের পেট্রাপোলে দুদেশের বিজিবি-বিএসএফ’র সমন্বয় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:২৯ পিএম, ১৩ মে, ২০২৫

ভারতের পেট্রাপোলে দুদেশের বিজিবি-বিএসএফ’র সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল সীমান্তে দুদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার সময় ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁ মহাকুমার পেট্রাপোল আইসিপি বিএসএফ ক্যাম্পের সম্মেলনকক্ষে দুদেশের এই বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায়, ভারতের পক্ষে বিএসএফ-এর কলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

অপরদিকে, বাংলাদেশের পক্ষে বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান, বেনাপোল  আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমানসহ দুদেশের বিজিবি-বিএসএফর অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসার ও বিভিন্ন পদবীর কর্মকর্তারা।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. খসরু রায়হান জানিয়েছেন, দুদেশের বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। এতে, দুদেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হলো এবং সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্তকরেন।


একুশে সংবাদ/য.প্র/এ.জে

Shwapno
Link copied!