বাগেরহাটের মোরেলগঞ্জে এক সেনা সদস্যের বাড়িতে জমি দখলে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে তার বৃদ্ধ মাতা মাহমুদা বেগম (৫৫), ভাই রাজিব আহসানকে (২৫) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে বাবুয়ান গ্রামে। ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের বাবুয়ান গ্রামের মৃত. হায়দার আলী হাওলাদারের ছেলে সেনা সদস্য মাসুম বিল্লাহর বসতবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সকালে একই গ্রামের প্রতিবেশী মো. শহিদুল ইসলাম গাজীর নেতৃত্বে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে রান্নাঘর ও পাকা বাথরুম ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।
এ সময় হামলাকারীদের বাধা দিলে ওই সেনা সদস্যের মা মাহমুদা বেগম ও তার ভাই রাজিব আহসাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে ভুক্তভোগীরা জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিলে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদা বেগম বলেন, ৫৭ শতক জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ৪৪ বছর ধরে ভোগদখল করছেন তারা। হঠাৎকরে প্রতিবেশী শহিদুল গাজী ৮ শতক জমি দাবি করে লোকজন নিয়ে বসতবাড়িতে হামলা করে মারপিট করেছে তাদের। ইতোপূর্বে আদালতে মামলা দিলেও তারা তা মানছে না। জোরপূর্বক জমি দখল নিতে চায়। এ হামলার আমি প্রশাসনের কাছে বিচার চাই।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাজিব আল রশীদ বলেন, খাউলিয়া ইউনিয়নে সেনা সদস্যের বাড়িতে হামলার বিষয়টি তিনি অবহিত নন। তবে, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে