AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার রফিকুল


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০২:৩১ পিএম, ১২ মে, ২০২৫

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার রফিকুল

প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়ে সনদ ও ক্রেস্ট পেলেন নরসিংদীর পলাশের মো. রফিকুল ইসলাম।

তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদ ও ক্রেস্ট রফিকুল ইসলামকে প্রদান করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

জানা যায়, মাধবপুর উপজেলায় শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং শিশু-কিশোরদের নৈতিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াসের স্বীকৃতিস্বরুপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম।

তিনি নরসিংদীর পলাশ উপজেলার শীর্ষ বিদ্যালয় জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে ২০০৩ সালে এসএসসি, কুমিল্লার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার ছাড়াও রফিকুল ইসলাম কবি হিসেবেও পরিচিত। তার লেখা বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে, যা একুশে বইমেলায় স্থান পায়। এছাড়াও দেশের জাতীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে তার লেখা অসংখ্য কবিতা।

মো. রফিকুল জানান, প্রিয় সহকর্মীরা যারা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দ সবসময় আমার দিকনির্দেশনা মেনে দায়িত্ব পালন করে সার্বিক সহযোগিতা করেছেন, যার কারণে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছি।
 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!