AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে সালমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০২:৩০ পিএম, ১২ মে, ২০২৫

নড়াইলে সালমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদলকর্মী মো. সালমান (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় মশিয়ার মোল্যা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রবিবার (১১ মে) লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই খন্দকার নাহিদ হাসান। মালমা নং-৮। মামলার এজাহারে ২০ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০-২৫ জন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মশিয়ার মোল্ল্যা লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের মান্নান মোল্ল্যার ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে যবুদলকর্মী সালমান হাসানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। পিকনিক শেষে রাত ১২টার দিকে শামুকখোলা গ্রামে তার নিজ বাড়িতে আসেন সালমান। কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যান সালমান। এর পরে আর বাড়িতে ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 
অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে শুক্রবার সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অজ্ঞাত লাশ পাওয়ার খবর শুনে সালমানের পরিবার ঘটনাস্থলে গিয়ে সালমানের লাশ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, যুবদলকর্মী সালমান হত্যায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
 

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!