পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিত গ্রুপের) এক সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছেন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোনের সদস্যরা।
রবিবার (১১ মে) রাত ২টার দিকে উপজেলার দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জীবন চাকমা (২৮) নামে একজনকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।
আটক জীবন চাকমা উপজেলার ২নং দুল্যাতলী ইউপির ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শান্তি চাকমার ছেলে।
আটকের পর তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালসহ জীবন চাকমাকে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, আটক জীবন চাকমা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপের) সশস্ত্র সদস্য।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ হোসেন জানান, আটক জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে।
সকল আইনি প্রক্রিয়া শেষে আটককে আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :