বাগেরহাটের শরণখোলায় পল্লী বিদ্যুতে স্পৃষ্ট হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত গরুটির মালিক দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাদল মিত্র। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া গরুটির বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. রগিব আল হাসানকে মুঠোফোনে জানানো হলে তিনি বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন।
তিনি জানান, লাইনের ত্রুটি নিরসনে ইতোমধ্যে কর্মী পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, ঘটনার তদন্তসাপেক্ষে ক্ষতিপূরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
