“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান এবং হরিপুর নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী তালুকদার।
অনুষ্ঠানে কমলমতি শিক্ষার্থীদের শুদ্ধ লেখনী, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও উজ্জ্বল রায়।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে