AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের মানববন্ধন



লালমোহনে সিএনজি মালিক ও শ্রমিকদের মানববন্ধন

ভোলায় সিএনজি চলাচলে গত ৬ই মে জেলা প্রশাসক  কতৃক সিএনজি মালিক শ্রমিকের উপর আরোপিত শর্ত শিথিলের দাবি ও সিএনজি মালিক শ্রমিকদের আর্থিক ক্ষতি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছেন সিএনজি মালিক শ্রমিকেরা।

শুক্রবার (৯ মে) বেলা ১১ টায় লালমোহন উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদের ব্যানারে থানার মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে সমবেত হয় মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন,গত ৬ই মে মঙ্গলবার জেলা প্রশাসক কর্তৃক ৩ জন যাত্রী নিয়ে সিএনজি চলাচলের যে নিয়ম করা হয়েছে। আমরা সিএনজিতে ৩ জন যাত্রী নিয়ে চলাচল করলে আমাদের যেই পরিমাণ খরচ হয় সেই পরিমাণে ৩ জন যাত্রীর কাছ থেকে টাকা নেওয়া সম্ভব নয়। এবং পরানগঞ্জ বাজার হইতে ইলিশা ফেরী ঘাট পর্যন্ত রাস্তায় অটো, অটোরিক্সা, নসিমন, করিমন, ট্রাক, টলিসহ অন্যান্য যানবাহন নিয়মিত চলাচল করতে পারলে আমরা সিএনজি চালকরা কেন সিএনজি  চালাতে পারবো না। তাই ডিসি মহাদয়ের কাছে আকুল আবেদন আমাদের যেন ৫ জন যাত্রী নিয়ে চলাচল করতে দেয় এবং পরানগঞ্জ থেকে ইলিশা পর্যন্ত রাস্তাটুকু অন্যান্য যানবাহনের মতো আমাদের জন্য উন্মুক্ত করে দিলে আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবো। এছাড়াও বাস মালিক-শ্রমিকদের একক আধিপত্য থেকে মুক্তি চাই আমরা।

এসময় লালমোহন সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক মো.আব্বাস,সাংগঠনিক সম্পাদক মো.সবুজ পাটোয়ারী, লালমোহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন,লালমোহন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,লালমোহন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা সালাউদ্দিন ,লালমোহন উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ইমাম উদ্দিন শামিম, সদস্য মিলন হোসেন, নুর নবী,আলমগীর হোসেন,জুয়েল রানা,মহিউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



একুশে সংবাদ/ব.প্র/এ.জে

Shwapno
Link copied!