AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে নতুন অর্থবছরের প্রথম চা নিলামে গ্রীণ টি বিক্রি প্রতি কেজি ১,৫০০ টাকা



শ্রীমঙ্গলে নতুন অর্থবছরের প্রথম চা নিলামে গ্রীণ টি বিক্রি প্রতি কেজি ১,৫০০ টাকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আন্তর্জাতিক চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকালে শহরের খান টাওয়ারে অস্থায়ী নিলাম কেন্দ্রে আয়োজিত এ নিলামে গ্রীণ লিফ টি গার্ডেনের গ্রীণ টি সর্বোচ্চ প্রতি কেজি ১,৫০০ টাকায় বিক্রি হয়, যা এ নিলামে সর্বোচ্চ দর।

নিলামে মোট পাঁচটি ব্রোকার্স হাউজের মাধ্যমে ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা নিলামে ওঠে। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৬২০ টাকা। বিক্রি হয়েছে অর্ধেকেরও বেশি চা।

শ্রীমঙ্গল ব্রোকার্স হাউজের তেলিয়াপাড়া চা বাগানের ব্ল্যাক টি সর্বোচ্চ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

ব্রোকার্স ও বায়ার সূত্র জানায়, পর্যাপ্ত বৃষ্টিপাতে এবারের মৌসুমে চায়ের গুণগত মান ভালো হওয়ায় বাজারে ভালো দাম পেয়েছে। চট্টগ্রামের তুলনায় শ্রীমঙ্গলে কিছু চা পণ্যের দর ছিল বেশি।

গত অর্থবছরে শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে মোট ১৩ লাখ ২৯ হাজার কেজির বেশি চা নিলামে উঠলেও বিক্রি হয়েছিল ১১ লাখ ৪৮ হাজার কেজির বেশি। গড় মূল্য ছিল ১৭৫ টাকা। তবে শেষ নিলামে বিক্রি কম হলেও এবার মৌসুমের শুরুতেই চাঙ্গা বাজারে আশাবাদী সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Shwapno
Link copied!