AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্যানিটেশন খাতে ১০% বাজেট বরাদ্দের দাবিতে শ্রীমঙ্গলে নারী ফোরামের স্মারকলিপি প্রদান



স্যানিটেশন খাতে ১০% বাজেট বরাদ্দের দাবিতে শ্রীমঙ্গলে নারী ফোরামের স্মারকলিপি প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিত করতে নারী ফোরামের সাথে মতবিনিময় করেছে ম্যাক বাংলাদেশ। মঙ্গলবার (৭ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এ. হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী। দিনব্যাপী আয়োজনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে স্যানিটেশন, পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আরমান খান।

‘রাইজিং ফর রাইটস: স্ট্রেংদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক টু অ্যাচিভ এসডিজি-৬’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের নারী প্রতিনিধিদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন নারী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে তারা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে ১০% বরাদ্দের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে একটি দুই পৃষ্ঠার স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল পৌরসভায় পাবলিক টয়লেটের সংখ্যা ও মান দুটোই অপর্যাপ্ত। ৬টি পাবলিক টয়লেটের মধ্যে মাত্র ১টি অন্তর্ভুক্তিমূলক, বাকি ৫টি প্রতিবন্ধী ও নারীদের জন্য ব্যবহার উপযোগী নয়। এছাড়া পৌর এলাকার অনেক বাড়ির ল্যাট্রিন সরাসরি ড্রেনের সঙ্গে সংযুক্ত, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। ১ নম্বর ওয়ার্ডের বিটিআরআই এলাকায় এখনও উন্মুক্ত মলত্যাগের মতো স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অভ্যাস বিদ্যমান।

নারী ফোরাম তাদের দাবিতে অন্তর্ভুক্তিমূলক পাবলিক টয়লেট নির্মাণ, বিদ্যমান টয়লেট সংস্কার ও অনুপযোগী টয়লেট অপসারণ, ড্রেন-সংযুক্ত ল্যাট্রিন বিচ্ছিন্নকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে ল্যাট্রিন বিতরণের কথা উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “নারী ফোরামের দাবি যৌক্তিক। আমরা ইতোমধ্যে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ২১ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদনের পর কাজ শুরু হবে।”

 


একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Shwapno
Link copied!