AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলায় নারীদের ক্ষমতায়ন ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



শরণখোলায় নারীদের ক্ষমতায়ন ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলায় নারীদের ক্ষমতায়ন ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা গ্রামে এ কর্মশালার আয়োজন করে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (CIS)। প্রশিক্ষণে সহযোগিতা করে রায়েন্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় শরণখোলার উপকূলবর্তী জনপদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এখানকার মানুষকে প্রায়শই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলা করতে হয়। এই বাস্তবতাকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল— নারী ও স্থানীয় জনগণকে দুর্যোগপ্রস্তুতি ও প্রতিক্রিয়ার বিষয়ে সচেতন ও দক্ষ করে তোলা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগুন নেভানোর প্রাথমিক পদ্ধতি, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দুর্যোগকালীন সহায়তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালাটি সঞ্চালনা করেন CIS-এর প্রকল্প কর্মকর্তা নিপম চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পর্ণারাণী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রায়েন্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. আফতাব ই আলম ও তার টিম, CIS-এর মেডিকেল অফিসার ডা. একে আজাদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে একটি সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা একসঙ্গে দুর্যোগ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Shwapno
Link copied!