পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে দিনে-দুপুরে চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহবুব হাওলাদারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ একটি চোর চক্র ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
চুরির খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে পরিদর্শন করে।
ভুক্তভোগী মাহবুব হাওলাদারের ছোট ভাই সারিফ আহম্মেদ জানান, এ ঘটনায় পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এই ধরনের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দাবি করছেন, চুরি-ডাকাতি রোধে নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানো হোক।
একুশে সংবাদ/প.প্র/এ.জে