গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অপিসারের কার্যালয়ে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, কৃষি অফিসার ফারজানা তাসলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভ‚ইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রথমে জেলা প্রশাসক এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরে কালীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম, পৌর সভা ও উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :