ময়মনসিংহের গৌরীপুর প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রধান ফটক ও ভবন সংস্কারের শুভ উদ্ভোধন করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াহেদুল আলম।
প্রাণীসম্পদ অধিদপ্তরের ৪,০০০০০ টাকা নিজস্ব অর্থায়নে ভবন সংস্কার ও প্রধান ফটক নির্মাণ করা হয়েছে।
শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফাইয়াজ আহাম্মেদ, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রাসারণ কর্মকর্তা আসমাউল ইকবাল, গৌরীপুর প্রেস ক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক পৌর কাউন্সিলার এনামুল হক ভুইঁয়া, উপজেলা ভেটেরিনারি এসোসিয়েশানের সভাপতি আলীম উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :