বাগেরহাটের মোরেলগঞ্জে এক সাবেক ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমী জি এস রিপনকে (৪২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার আহতের পিতা মোশারফ খলিফা বাদী হয়ে মামুন শেখসহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের মো. মোশারফ খলিফার ছেলে খুলনা মহানগর থানার ছাত্রদলের সাবেক সহসভাপতি জিএস রিপন খলিফা ঘটনার দিন রবিবার সকাল ৭টার দিকে বাড়ির নিকটে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের মামুন শেখের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল রিপনকে ধাওয়া দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুত্বর জখম করে।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে চিৎকিসার জন্য প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিৎকিসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিৎকিসাধীন জিএস রিপন বলেন, মামুন শেখ এলাকায় তার লোকজন নিয়ে বিভিন্ন মানুষের ঘের, বসতবাড়ি দখল করে তার প্রতিবাদ করায় তার ওপর পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তারসহ দ্রুত বিচারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব আল রশিদ বলেন, জিউধরায় মারপিটের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :