AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় কবি আকাশ আহমেদের লেখা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়



রাঙ্গুনিয়ায় কবি আকাশ আহমেদের লেখা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, লেখক ও কবি আকাশ আহমেদের লেখা ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’ এবং ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’ দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা সদরের ইছাখালী প্রেস ক্লাবের হলরুমে এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াস তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। এতে প্রধান আলেচক হিসেবে রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান ও আলোচক হিসেবে রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. সরোয়ার ছালেক সিকদার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

শিক্ষক সুবর্ণা বড়ুয়া ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন  রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. ওমর আলী, রাঙ্গুনিয়া মহিলা কলেজের প্রভাষক অসীম কুমার শীল, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবদুল মাবুদ, বাংলা বিভাগের প্রভাষক ইফতেখার হোসেন, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ্ কায়সার, শিক্ষক রহিম উদ্দীন সিকদার, রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ জাহেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সাবেক যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, যুগ্ম সম্পাদক এম এ মতিন প্রমুখ। এ সময় আকাশ আহমেদের কবিতা আবৃত্তি করেন নাজাত, মুসকান ও নোটন।

উল্লেখ্য, কবি আকাশ আহমেদ ১৯৬৯ সালের ১৬ জুন রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, বোন এবং দুই কন্যা নিবিড় ও নোটনকে নিয়ে তিনি ‘মায়া কুটির’ নামের বাড়িতে বসবাস করেন। আকাশ আহমেদ ছোটদের ছড়া, কিশোর কবিতা, গল্প ও প্রবন্ধের পাশাপাশি বড়দের জন্যও বিস্তর লেখালেখি করেছেন। তিনি রাঙ্গুনিয়ার ভাস্কর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। এছাড়াও সম্পাদনা করেছেন চমচম্, ভাস্কর ও উচ্ছ্বাসের মতে পাঠক নন্দিত সাহিত্য পত্রিকা।

কিভাবে লেখক হয়ে উঠলেন স্মৃতিচারণ করে কবি বলেন, স্কুলে পড়ার সময় তিনি মায়ের লেখা ওই চিঠিগুলো দেখেন এবং ১৯৮৬ সালে দৈনিক আজাদীর ‘আগামীদের আসর’-এ তার প্রথম লেখা প্রকাশিত হয়। বাবার কাছে লেখা মায়ের কবিতাময় চিঠিগুলো পড়েই লেখালেখিতে হাতেখড়ি হয়েছিল বলে জানিয়েছেন কবি ও লেখক আকাশ আহমেদ।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Shwapno
Link copied!