AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



বাঘাইছড়িতে ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফিউল আযম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, উন্নয়ন সংস্থা পদক্ষেপ-এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ ইউনুছ, এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলার ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, এবং সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরো জানান, উপজেলার শিক্ষায় পিছিয়ে থাকা অঞ্চলগুলো চিহ্নিত করে সেখানে টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।

সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন এসএম শফিউল আযম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সারোয়ার আলম, এবং অর্থ সম্পাদক মোঃ হারেছ।

এই মতবিনিময় সভা স্থানীয়দের মাঝে আশার সঞ্চার করেছে এবং আগামী দিনে শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

 


একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Shwapno
Link copied!