নওগাঁর মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার (কে.টি) উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই সভা আয়োজন করা হয়।
সভায় মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. নাজমুল হক নাজু, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু ও মোজ্জামেল হক মকুল।
এছাড়া বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতির কথাও গুরুত্ব দিয়ে আলোচিত হয়।
সভায় মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :