AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজারো কৃষকের



জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজারো কৃষকের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাক বীজ উৎপাদন এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে। আধুনিক পদ্ধতিতে লালশাকের বীজ উৎপাদন করে কৃষকরা এখন লাখ লাখ টাকা আয় করছেন, বদলে গেছে তাদের জীবনধারা, পাল্টে গেছে স্থানীয় অর্থনীতির চিত্র।

একসময় যেসব কৃষক শুধুমাত্র ধান ও প্রচলিত কিছু সবজির চাষে সীমাবদ্ধ ছিলেন, এখন তারা শাক চাষ থেকে উচ্চমূল্যে বিক্রি উপযোগী বীজ উৎপাদন করে বিপুল লাভ করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলাজুড়ে প্রায় ২০০ হেক্টর জমিতে লালশাক চাষ হচ্ছে, যা থেকে ৪৮০ মেট্রিক টন বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এতে কৃষকের সম্ভাব্য আয় প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

উপজেলার আন্দুলবাড়িয়া, দেহাটি, কাশিপুর, অনন্তপুর, নিশ্চিন্তপুর, পুরন্দপুর, বাঁকা ও মুক্তারপুর গ্রামে চোখ জুড়ানো লালশাকের দৃশ্য এখন সাধারণ চাষির গর্বের প্রতীক।

শুকুর আলী, একজন পথপ্রদর্শক কৃষক, জানালেন যে ১৫ বছর আগে এক বিঘা জমিতে শাক চাষ করে মাত্র ২ হাজার টাকা খরচে ১৫ হাজার টাকার বীজ বিক্রি করেছিলেন। চলতি বছর তিনি ৫ বিঘা জমিতে চাষ করে ৪০ মণ বীজ উৎপাদনের আশা করছেন, যার বিক্রয় মূল্য দাঁড়াবে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

প্রতিবিঘা জমিতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে গড়ে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লাভ সম্ভব হচ্ছে বলে জানান কৃষকরা।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন,“আন্দুলবাড়িয়াসহ আশপাশের এলাকার মাটি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে চাষিরা অত্যন্ত দক্ষ ও সচেতন। কৃষি প্রযুক্তি গ্রহণে আগ্রহী হওয়ায় তারা নিজ যোগ্যতায় গ্রামীণ অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছেন।”

যদিও জমির খাজনা ও উৎপাদন উপকরণের মূল্য বৃদ্ধিতে কিছুটা উৎপাদন ব্যয় বেড়েছে, তবুও কৃষকরা আশাবাদী—শাক বীজ উৎপাদনই ভবিষ্যতের সফল কৃষিকাজ।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

Shwapno
Link copied!