মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে শহরের টেংকের পাড়, পৌর মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্ট থেকে একাধিক শ্রমিক সংগঠন লাল পতাকা হাতে বর্ণাঢ্য র্যালি বের করে। এতে অংশ নেয় রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক অধিকার পরিষদ ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সহ অন্যান্য সংগঠন।
র্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা মনির হোসেন, আলী আজম, মাহিনুর রহমান মাহিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুকন উদ্দিন, রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহেদ মিয়া এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদেরুজ্জামান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের আত্মত্যাগ শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ//ব্রা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
