মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল সাড়ে ১০টায় মিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রমিক কল্যাণ সংস্থার যৌথ অংশগ্রহণে মিরপুর পৌর এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার, মিরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল আজিজ, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু ও বর্তমান সভাপতি মারফত আফ্রিদী।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। বক্তৃতায় শ্রমিক শ্রেণির অবদানকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে মিরপুর উপজেলা শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
