“শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তন কখনোই সম্ভব নয়” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় কয়রা জামায়াত অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কয়রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনায় মাওলানা আজাদ বলেন, “শ্রমিকরা যুগে যুগে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারাই সবসময় অবহেলিত ও বঞ্চিত। বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি জরুরি। বাংলাদেশে প্রায় ৭ কোটি শ্রমিক রয়েছে — তাদের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদ, পুঁজিবাদ কিংবা সমাজতন্ত্র — কোথাও শ্রমিকের জন্য শান্তি নেই। কেবল ইসলামী শ্রমনীতিতেই রয়েছে ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও সমাজ পরিবর্তনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন শিহাব এবং সঞ্চালনা করেন কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা শেখ সাইফুল্লাহ। এতে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//ক.প্র/এ.জে