AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৃত ভেবে ধান খেতে ফেলে যায় দুর্বৃত্তরা, রক্তাক্ত কিশোরকে উদ্ধার করলো পুলিশ



মৃত ভেবে ধান খেতে ফেলে যায় দুর্বৃত্তরা, রক্তাক্ত কিশোরকে উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামের ধান খেত থেকে বৃহস্পতিবার  সকাল ১০টায়  গুরুতর  আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় মুমূর্ষু রক্তাক্ত  এক কিশোরকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

গুরুতর আহত মৃত প্রায় রক্তাক্ত এক কিশোর ধান খেতে পরে আছে এমন খবর পাওয়ার সাথে সাথে শাহজাদপুর থানার এস আই আনোয়ার শিকদার, এসআই শাহ আলম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিশোরের  অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড চিকিৎসক। 

এলাকাবাসীর ধারণা তাকে হত্যার উদ্দেশে আহত করে মৃত ভেবে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার মাথা, মুখ এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত  কিশোর পরিচয়  মেলেনি। উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ নেওয়ার এম্বুলেন্স ভাড়া দেন শাহজাদপুর থানার ওসি  আসলাম আলি  ।

শাহজাদপুর থানার ওসি মো:আসলাম আলি বলেন, অজ্ঞাত পরিচয়ের এক কিশোর মুমূর্ষু গুরুতর আহত অবস্থায় ধান খেতে পরে আছে এমন খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিশোরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। ঘটনার সাথে জড়িতদের  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।


একুশে সংবাদ//সি.প্র/এ.জে
 

Shwapno
Link copied!