নাটোরের বড়াইগ্রামে সড়ক ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে ইউনিয়ন কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন কার্যালয় থেকে বের হয়ে বনপাড়া বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।
সভার সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী মিস্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পারভেল। এছাড়াও বক্তব্য দেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কাশেম, আতাউর রহমান, শ্রমিক নেতা বাদশা আলম, মনু মিঞা এবং ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার ও মালিকপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নির্মাণ শ্রমিক, ঠিকাদার ও ইউনিয়ন সদস্যদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
একুশে সংবাদ//ন.প্র/এ.জে
 
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
