AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়পুরায় বি আর ডি বির অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নরসিংদী
০৩:১৫ পিএম, ৩০ এপ্রিল, ২০২৫

রায়পুরায় বি আর ডি বির অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডি বি) এর ব্যবস্থাপনা কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ। দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা তাঁর হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মইনুল ইসলাম, রাজিব মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মুছা, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি মাহবুব, কৃষক দলের নেতা টিপু মোল্লা এবং ছাত্রদল নেতা সামছুর রহমান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বি আর ডি বির সাবেক পরিচালক বায়জিদ মেম্বার ও কলেজ শাখার ছাত্রনেতা জোনাক আহম্মেদসহ আরও অনেকে।

স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হানিফ উদ্দিন মোল্লা সবুজ এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রায়পুরায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন এই সময়ে সংগঠনের কার্যক্রম স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

নবনিযুক্ত সভাপতি হানিফ উদ্দিন মোল্লা সবুজ এক প্রতিক্রিয়ায় বলেন, “জনগণের উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

একুশে সংবাদ//ন.প্র//এ.জে

Link copied!