বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে “নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র” এর উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চারটি গ্রুপে বিভক্ত করে। প্রতিযোগিতার বিষয়সমূহ ছিল—কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত (দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল ও লোক সংগীত) এবং সাধারণ জ্ঞান (লিখিত এমসিকিউ)। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিবন্ধনের শেষ তারিখ ছিল ১৭ এপ্রিল, যা `অক্সফোর্ড লাইব্রেরি` তে সম্পন্ন হয়।
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায়, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। একইসাথে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হবে।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সামছুল আলম খান বাহার।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
