দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় “মধ্যপাড়া আদর্শ সংঘ” নামে একটি সামাজিক সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
সামাজিক অবক্ষয় রোধ, যুবসমাজকে সচেতন করা, স্বাস্থ্য শিক্ষা, মাদক দ্রব্য থেকে বিরত রাখা এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গ্রামের সমাজসচেতন ব্যক্তিদের অংশগ্রহণে গঠিত হয়েছে এই সংগঠনটি।
কমিটির নেতৃবৃন্দ হলেন:
সভাপতি: মোঃ ইলিয়াস আলী মেম্বার
সহ-সভাপতি: মোঃ শাহজালাল
সাধারণ সম্পাদক: মোঃ সানোয়ার হোসেন
সহ-সাধারণ সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী
সাংগঠনিক সম্পাদক: মোঃ ইব্রাহিম খলিল
কোষাধ্যক্ষ: মোঃ তরিকুল ইসলাম সুমন
দপ্তর সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
প্রচার সম্পাদক: মোঃ সোহাগ বাবু
ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ বায়জিদ আলী
সমাজকল্যাণ সম্পাদক: মোঃ মামুনুর রশীদ
ক্রীড়া সম্পাদক: মোঃ জাকারিয়া তালুকদার
সহ- ক্রীড়া সম্পাদক: মোঃ নুরনবী ইসলাম
কার্যনির্বাহী সদস্য: মোঃ জেনারেল ভূট্টু প্রমুখ
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রবিউল ইসলাম, একই স্কুলের সিনিয়র শিক্ষক ও হরিরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এন্তাজুল হক, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাসেম মাস্টার, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুল হক, মধ্যশিলা ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মোঃ আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইমুল হক, সাবেক ইউপি সদস্য আসাদুল হক, শফিকুল মাস্টার ও জোনাব আলীসহ আরও অনেকে।
আশা করা হচ্ছে, “মধ্যপাড়া আদর্শ সংঘ” এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ করবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :