পহেলা বৈশাখ—বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন। অতীতের গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় শেরপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বাদকদলের বাদ্যের তালে তালে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি ছিল গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। গরুর গাড়ি, পালকি, বাঙালির ঐতিহ্যবাহী পোষাক, হাতপাখা, একতারা, মুখোশ, নানা রঙের ব্যানার-ফেস্টুন এবং গ্রামবাংলার নানা উপকরণ নিয়ে মানুষ অংশ নেয় এই উৎসবে।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেলুন ও ফেস্টুন উড়িয়ে লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা মেলার বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন।
এরপর মিলনায়তনে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :