ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গাছের ডাল টানাটানি করতে গিয়ে পানিতে ডুবে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে।
নিহত কিশোর জীবন ফরাজী (১৫), বিবিরকান্দা গ্রামের ইব্রাহিম ফরাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুর মাতুব্বর নামের একজন ব্যক্তি তার একটি চাম্বল গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জহুর আলীকে বিক্রি করেন। গাছটি ছিল নদীর পাড়ে। মঙ্গলবার সকালে গাছটি কাটার সময় গাছের একটি ডাল নদীতে পড়ে যায়। নিহত কিশোর জীবন ফরাজী ওই ডালটি টানাটানি করতে গিয়ে পানিতে পড়ে যান এবং আর উঠতে পারেননি।
স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে পানির ভিতর থেকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, কিশোরটি কাটা গাছের ডাল টানাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তার গায়ে ডালের আঘাতও রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

