কুষ্টিয়ার মিরপুরে মিরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন:
- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক (৫১), 
- আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান শেখ (৫৬), 
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ ফয়সাল জয় (২৭), 
- চিথলিয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মালম মল্লিক (৪৯), 
- অঞ্জনগাছি ছয় আনিপাড়া ছাত্রলীগ কর্মী রানা আহমেদ (২৭), 
- আমবাড়িয়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম (৪৫)। 
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলাধীন চুনিয়াপাড়া ঈদগা সংলগ্ন সড়কে নাশকতার প্রস্তুতি চলাকালে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কর্মী এক ব্যক্তিকে মারধর করে। পরে ওই বিএনপি কর্মী মিরপুর থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, ৬টি বাঁশের লাঠি, ২টি তলোয়ার এবং ৭টি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ সময় আরো ৩৫-৪০ জন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
