মুকসুদপুরে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গোপালগঞ্জ জেলা কার্যালয়, মুকসুদপুর উপজেলা প্রশাসন সহযোগিতায় এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,এন নাঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আফলাতুন আক্তার আসমা, উপজেলা খাদ্য কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ আলী, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর বাজার বর্নিক সমিতির ত্রুীড়া সম্পাদক হায়দার হোসেন ফটু মোল্লাসহ অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :