নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতাদের উপড় হামলার ঘটনায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোশাররফ হোসেন মশু সহ বিএনপির ৭ জন নেতাকর্মীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান জামিন আবেদন নামঞ্জুর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃতরা হলেন-বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোশাররফ হোসেন মশু, পারভেজ মিয়া, আল আমিন, ফরহাদ, আরিফ ও মো. আরাফাত। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।
এর আগে গত ১০ মার্চ বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় যুবককে বলাৎকারের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫/৬ জন নেতাকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত হোসেন অন্তু বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বন্দর শাহি মসজিদ এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাঈদ তার রুমে নিয়ে বলাৎকার করে। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে ঘটনাকে ধামাচাপা দিতে স্থানীয় বিএনপি নেতারা শালিসের মধ্যে সমাধান করার চেষ্টা করে। এই নিয়ে সোমবার রাতে বিএনপি নেতা সাহেব আলীর অফিসে বৈঠক বসে। এমন খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোকজন গিয়ে তার প্রতিবাদ করায় বাবু শিকদার সহ আরো লোকজন তাদের উপর হামলা চালায় এবং বেদম মারধর করে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :