ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে মধ্য রাতে আকস্মিক আগুন লেগে সিরু মিয়ার ফার্মেসি এবং তার আশেপাশের মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন দেশটিভিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এতে দশটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :