AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ৪


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০২:১৮ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

জুড়ীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ৪

মৌলভীবাজারের জুড়ীতে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দিঘলবাগ গ্রামের সবু মিয়ার ছেলে তায়েফ হোসেন (৪০), বেলাগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইব্রাহিম (৩৬), বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আষ্টসাংগন গ্রামের কবির আহমেদের ছেলে আবু সুফিয়ান (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (৩০)। 

উল্লেখ্য, বিগত তিন থেকে চার মাসে জুড়ী উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৩৫-৪০ টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় আন্ত:জেলা চোর চক্রের সদস্যরা। মোটরসাইকেল চোর গ্রেফতারের খবর পেয়ে রাতেই থানায় ভীড় করেন জুড়ী উপজেলার বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া মোটরসাইকেলের মালিকরা। এসময় তারা তাদের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের সহায়তা চান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র আবুল কালামের বাড়ী থেকে রাতে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) তিনি বাদী হয়ে জুড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল ইসলামের নির্দেশনায় ও থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে এসআই মোঃ মামুন মিয়া, এসআই পঙ্কজ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তায়েফ হোসেন ও ইব্রাহিমকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আবু সুফিয়ান ও আলী হোসেনকে গ্রেফতার করার পাশাপাশি তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় এবং বাকি একজন আসামী মোঃ ইব্রাহিমকে বিয়ানীবাজার থানায় মোটরসাইকেল চুরির আরেকটি মামলায় বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া  বলেন, গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে চোরচক্রের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও চোরচক্র সম্পর্কে আরো তথ্য জানতে গ্রেপ্তারকৃতদেরকে  রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!