বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে বালিকা গ্রুপ হাইমচর উপজেলা দলকে পরাজিত করে ৩-০ গোলে চাঁদপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বালক গ্রুপে ফরিদগঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে চাঁদপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার (২৭জানুয়ারি) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে দুটি গ্রুপের ফাইনাল শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসিন উদ্দিন। এসময় তিনি বলেন, আমরা চাই কিশোর কিশোরী সবাই খেলার মধ্যে থাকুক। আজকে মেয়েরা খেলাধূলায় অংশ নিচ্ছে এর জন্য ছেলেদের অবদান আছে। ছেলে হিসেবে তোমার বোনকে উৎসাহ দিবে। সমাজের অর্ধেক অংশ যদি ঘরে থাকে তাহলে দেশ এগিয়ে যাবে না। মেয়েদের এগিয়ে নিতে পুরুষদের অবদান রয়েছে, তেমনি পিছিয়ে পড়ার ক্ষেত্রেও পুরুষরাও দায়ী। সকল দলকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা তারুন্য উৎসবে অংশ নিয়েছো। আমি যদি দেশ বদলাইতে চাই তাহলে আগে নিজেকে বদলাতে হবে। তোমরা ছেলে হিসেবে কোন মেয়েকে ইভটিজিং করবা না, মাদকের সাথে জড়াবে না, ভালভাবে পড়াশুনা করতে হবে। তোমার মাধ্যমে তোমার নিজ পরিবারের ভাগ্য বদলাবে একটি একটি করে পরিবার বদলালেই দেশ বদলাবে। আমি আশা করি চাঁদপুর জেলা যেন বিভাগীয় পর্যায়ে ভালো করে । আজকের তরুনরাই আমাদের দেশ বদলে দিবে।
তিনি আরো বলেন, আমরা চাই ছেলে মেয়েরা খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হউক। খেলাধুলার পাশাপাশি ভালো কাজেও মনোযোগী হতে হবে। আজকের এ টুর্নামেন্টটি তারুণ্য উৎসবের একটি অংশ। এ খেলাধুলার মাধ্যমে মাঠে অনেক ক্রীড়া প্রেমিককে নিয়ে আসবে বলে আশা করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, সাবেক জাতীয় দলের ফুটবলার জাহাঙ্গীর গাজী, জাহাঙ্গীর পাটওয়ারী, আমিন মোল্লা,চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমান, চারটি দলের কোচ ও কর্মকর্তাগণসহ অংশ নেয়া বালক-বালিকা দলের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, গত ২৩ জানুয়ারি উদ্বোধনী খেলায় (বালক) কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা দলের খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টে জেলার ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভার (বালক-বালিকা) ৯টি দল অংশগ্রহণ করে।
একুশে সংবাদ/বিএইচ