AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জে খ্রীষ্টানদের বড়দিন উৎসবে অংশ নিলেন ভার্টিকান রাস্ট্রদূত


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:৫১ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জে খ্রীষ্টানদের বড়দিন উৎসবে অংশ নিলেন ভার্টিকান রাস্ট্রদূত

খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রীস্টের জন্মদিন তথা বড়দিন। এ দিনে গির্জাসহ বাসা বাড়িতে আলোকসজ্জা ও রঙ-বেরঙ এর স্টার এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়। বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় নানা বর্ণের সুস্বাদু খাবার।

প্রতিবারের ন্যায় এবারও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে সাধু যোসেফ গির্জায় কেক কাটা ও প্রার্থণা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবটি।

মঙ্গলবার রাত ৮ টায় এই উৎসবে অংশ নেন সুদূর ভার্টিকান সিটি থেকে আগত রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল। উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি প্রশাসনসহ সর্বস্তরের মানুষ যোগ দেয়। এসময় একে অপরকে কেক খাইয়ে দেন।সাধু যোসেফ গির্জার ফাদার কমল কোড়াইয়া বলেন, “যিশু জন্মেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব হয়েছিল সবার মধ্যে আলো ছড়িয়ে দিতে। সেই আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে”।  সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিশ্চয়নে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত টহল ও নজদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ুন কবির, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, শুলপুর ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান ও প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি সজল জন পিরীজ, খোকন লিনুস কস্তাসহ খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

একুশে সংবাদ/এনএস 

Shwapno
Link copied!