খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘ বড়দিন ২০২৪’ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন সম্পূর্ণ করতে সারাদেশের মতো শেরপুর জেলার বিভিন্ন গীর্জা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার নিশ্চিত করার লক্ষ্যে সরজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।
(২৪ ডিসেম্বর ) মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার সিমান্তবতি শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন গীর্জাসমূহ সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় গীর্জাসমূহ পরিদর্শনকালে খ্রিস্ট ধর্মালম্বীদের সঙ্গে কুশল ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার জাহিদ, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল আমীন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছানোয়ার হোসেন-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
 
    
 
                        

 
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
