চট্টগ্রামের সিভিল সার্জেন্ট মোঃ জাহাঙ্গীর বলেন বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছাতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী চিকিৎসক গণ সকাল ৯ টা দুপুর ২ টা পর্যন্ত স্ব-স্ব অবস্থানে থেকে রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে হবে। নীতিমালা অমান্যকারী চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ ১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১ টার সময় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে চন্দনাইশে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটসহ বিভিন্ন বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান প্রধান করেন।
মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি ,নাসির উদ্দিন বাবলু চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট, দেলোয়ার হোসেন, সৈয়দ শিবলী সাদেক কপিল, খালেদ রায়হান, কামরুল ইসলাম মোস্তফা, এম এ রাশেদ,জাকির হোসেন ও আরজু প্রমুখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :