AB Bank
ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৭:১৭ পিএম, ১০ অক্টোবর, ২০২৪
মাগুরার শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা

বৃহস্পতিবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও মোটর সাইকেল শোভাযাত্রা করেছে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ।

শ্রীপুর সরকারি এম,সি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রতিটি পূজা মন্দির প্রদক্ষিণ শেষে উপজেলার চন্ডিবর গ্রামের বিশিষ্ট শিল্পপতি সুকুমার বিশ্বাসের বাড়িতে গিয়ে শেষ হয় এবং  মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করে। শোভাযাত্রা বের হওয়ার পূর্বমূহুর্তে শ্রীপুর সরকারি এম,সি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।

শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়সহ আরোও অনেকে। শোভাযাত্রায় উপজেলার ৮টি ইউনিয়নের ১৩৫টি পূজামন্ডপ কমিটির সভাপতি,সম্পাদকসহ এলাকার দু’শতাধীক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহন করে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!