ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুনের পর এবার কোটচাঁদপুর পৌর সভার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। রবিবার (০৬-১০-২৪) বিকেলে দায়িত্ব নেন তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গেল ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের প্রধান পালিয়ে যায়। এরপর থেকে কোটচাঁদপুর পৌরসভার পৌর মেয়র অনুপস্থিত ছিলেন। এতে করে নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। এরপেক্ষিতে গেল ২০ শে আগষ্ট সকালে কোটচাঁদপুরে পৌর সভার প্রশাসনিক দায়িত্ব নেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন।
গেল ৪৬ দিন কোটচাঁদপুর পৌর সভার দায়িত্ব পালন শেষে রবিবার (০৬-১০-২৪) তারিখ তা হস্তে করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মের কাছে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর আগে ১৭ টি সরকারি প্রতিষ্ঠান ও ৩৯ টি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫৬ টি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এ সময় কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৮৮৩ সালে কোটচাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এটি দেশের প্রাচীনতম প্রথমশ্রেণীর মর্যাদা সম্পন্ন পৌরসভা। জন্মলগ্ন থেকে ৪২ জন পৌর মেয়র পৌরসভাটির দায়িত্ব পালন করেন। এরমধ্যে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন ১২ জন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ এস কে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
