ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখা।
শুক্রবার সকাল ১০ টার দিকে বেলকুচি পৌর শহরের মুকুন্দগাতী যাত্রী ছাউনি এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সগুনা জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু ইউসুফ ফয়েজির সভাপতিত্বে ভারতের রামগির মহারাজ নামক কুলাঙ্গার, ইসলাম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে মুকুন্দ গাতী যাত্রী ছাউনিতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অবমাননা মানি না, মানবো না। ভারতের রামগির মহারাজ নামক কুলাঙ্গার ও তার সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মাওলানা মো. আব্দুস সাত্তার, মাওলানা মো. জুবায়ের হোসেন, মাওলানা মুফতি মো. ফরিদ উদ্দিন, মাওলানা মো. আবু মুসা, মাওলানা মো. শরিফুল ইসলাম, মাওলানা মো. ইমন হোসেন, মাওলানা মো. আতিকুর রহমানসহ ২ শতাধিক বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্যরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :