পটুয়াখালী বাউফলের নওমালা ইউনিয়নে রুহুল আমিন রাড়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ওই মম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থিদের পক্ষে রোকনুজ্জামান রিয়ন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯আগষ্ট রাতে নওমালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবুল হোসেন রাড়ীর ছেলে রুহুল আমিন রাড়ীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার সাথে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নামধারী আমওয়ামী সমর্থীতরা জড়িত বলে দাবি করেন।
তিনি আরও বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বরিশার শহরে যখন ছাত্রদের হল ছারার নির্দেশ দেয়া হয় তখন ছাত্রদেরকে তার নিজ বাসায় আশ্রয় দেন। বরং ৫আগষ্টের আগে আন্দোলনে যারা বাঁধা প্রদান করেন তারাই রুহলের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে হয়রানি করার উদ্যেশ্যে গ্রেপ্তার করিয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কাছে রুহুলের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা। একই সাথে যারা এখনও নওমালা ইউনিয়নে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানী করছেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবিও জানানো হয়।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোকন বলেন, একই ইউনিয়নের করিম হাওলাদার নামের এক ব্যাক্তি আওয়ামী লীগ সরকারের সময় তাদের ছত্রছায়ায় রাজনীতি করতেন, বর্তমানে তিনি বিএনপির সাথে মিলে সাধারণ মানুষকে হয়রানী করছেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আমিনুর, মো. তানভীর রাকিবসহ ২৫ সদস্যের একটি দল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :