অব্যাহত ভারি বর্ষণে কক্সবাজার জেলার অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছে লাখো মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত এলাকা উখিয়া উপজেলায়।
বুধবার (৩১ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৩ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের গোলদিঘীরপাড়, বৌদ্ধ মন্দির এলাকা, কলাতলী, সদর ইউনিয়নের ঝিলংজা ইউনিয়নের ২০ টির বেশি গ্রাম। কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক উপ-সড়কে প্লাবিত হয়ে, একপর্যায়ে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতেও ঢুকে পড়ে। এতে অনেক বাড়িঘরের আসবাবপত্র, দোকানের মালামাল নষ্ট হচ্ছে।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. এম তারিকুল আলম বলেন, জলাবদ্ধতা এই শহরে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা নির্মূলে পৌর মেয়রের নেতৃত্বে পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। আমরা ইতোমধ্যে নাল নর্দমা দখল করে নির্মিত স্থাপনা ধ্বংস করে পুনরায় উদ্ধারের কাজ শুরু করেছি।
সবচেয়ে বেশি প্লাবিত এলাকা উখিয়া উপজেলায় যেখানে ৭০ গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দি থাকার তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
একইভাবে পালংখালী ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। যেখানে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ভারি বর্ষণে কারণে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব মানুষকে সহযোগিতা করতে সব ধরনের কার্যক্রম চলছে।
একুশে সংবাদ/বিএইচ