টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে ডেঙ্গু চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রার্দুভাব রোধে ধনবাড়ী থানা পুলিশ এর বিশেষ ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসুচি পালন করেছে।
কর্মসুচির আওতায় শনিবার (১৩ জুলাই) পুলিশের প্রতিটি দফতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসুচি চালানো হয়। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী থানাতে চলে কার্যক্রম। সকালে ধনবাড়ী পুলিশ থানায় এর উদ্বোধন করেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।
এসময় ধনবাড়ী থানার সকল সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, বর্ষা মৌসুম ঘিরে ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিচ্ছে। সচেতনতামূলক কর্মসুচির অংশ হিসেবে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি যাতে কোথাও ডেঙ্গুর লার্ভা না জন্মে। প্রতি গতকাল এই কর্মসুচি পালন করা হবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :