যাতায়াতের জন্য নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ৫ ও ৬ নং এবং আকচা ইউনিয়নের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা এ মানববন্ধন করেন।
ঘন্টা ব্যাপীর এ মানববন্ধনে বক্তব্যে দেন, মো. নওরশাদ আলী, মো. কাউসার হোসেন (সবুজ) সহ দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
বক্তব্যে তারা বলেন, রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর হাজীপাড়া গ্রামের ৫ ও ৬ এবং আকচা ইউনিয়নের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডে প্রায় ১২ হাজার মানুষের সুক নদীর ওপর দিয়ে যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল স্থানীয়দের তৈরি করা বাঁশের সাঁকো কিন্তু বর্তমানে ভারী বর্ষণের ফলে ও নদীতে পানি বেড়ে যাওয়ায় সেই সাঁকোটি ভেঙে গেছে। যার ফলে আমরা বাজার ঘাট থেকে শুরু করে অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতাল ও শিশু কিশোররা বিদ্যালয়ে পর্যন্ত যেতে পারছে না। এতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছি। তাই নদীর ওপরে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমরা। অবিলম্বে আমাদের দাবি যেন বাস্তবায়ন করেন সংশ্লিষ্টরা সেজন্য আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
মানববন্ধন শেষে তারা এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলায়মান আলীর কাছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :