AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুল নাম্বারে যাওয়া টাকা উদ্ধার, গার্মেন্টসকর্মীর মুখে হাসি ফুটিয়েছে পুলিশ


ভুল নাম্বারে যাওয়া টাকা উদ্ধার, গার্মেন্টসকর্মীর মুখে হাসি ফুটিয়েছে পুলিশ

রাজবাড়ীতে অসহায় এক গার্মেন্টসকর্মীর বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। এতে ওই গার্মেন্টসকর্মীসহ তার পরিবারের মুখে হাসি ফুটেছে। মঙ্গলবার (০২ জুলাই) রাত সাড়ে ৯টায় রাজবাড়ী সদর থানা কার্যালয়ে ওই গার্মেন্টসকর্মীর হাতে তার টাকাগুলো তুলে দেন পুলিশ। ভুক্তভোগী ওই গার্মেন্টসকর্মী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মো. লুকমান শিকদারের ছেলে মো. সবজাল শিকদার।

বুধবার (৩ জুলাই) দুপুরে ভুক্তভোগী সবজাল শিকদার বলেন, সে ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরী করেন। ঈদুল আযহার ছুটিতে বাড়িতে এসে চলতি বছরের জুন মাসের ১৬ তারিখে বিকাশ থেকে একজনকে ৩০ হাজার টাকা পাঠাতে গেলে ভুলবসত মোবাইল নাম্বারের একটি সংখ্যা ভুল হওয়ায় ওই ৩০ হাজার টাকা অন্য নাম্বারে চলে যায়। পরবর্তীতে ওই নাম্বারে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলে নাম্বারটি একেবারেই বন্ধ করে দেন। সে নানাভাবে চেষ্টার পরেও  টাকাগুলো উদ্ধার করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন। পরে জুন মাসের ২৪ তারিখে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে (২ জুলাই) থানার এসআই অমিত কুমার বাগচী তার টাকাগুলো উদ্ধার করে তাকে বুঝিয়ে দেন। পুলিশের একান্ত সহযোগিতায় ওই টাকাগুলো পেয়ে সবজালসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাগচী বলেন, অভিযোগ পেয়ে বিকাশ কতৃপক্ষের সাথে যোগাযোগ করে টাকা যাওয়া নাম্বারের তথ্য উপাত্ত সংগ্রহ করে ওই ব্যক্তির সাথে কথা বলে টাকাগুলো উত্তোলন করে ওই ব্যক্তির হাতে তুলে দেই।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইফতে খারুল আলম প্রধান বলেন, চেষ্টা ও মানবিক দ্বায়বদ্ধতা থেকেই আমরা এই টাকা উদ্ধার করতে পেরেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন সমস্যা সমাধানে রাজবাড়ী থানা পুলিশ সকলের পাশে থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!