AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরায় প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
০৫:০৪ পিএম, ২৫ জুন, ২০২৪
সাতক্ষীরায় প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক

সাতক্ষীরার কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত নামে এক শিশু মারা গেছে। এছাড়া অসুস্থ হয়েছে শতাধিক ব্যক্তি। সোমবার (২৪ জুন) সকালে গুরুতর অসুস্থ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় সে মারা যায়।

কাব্য দত্ত খুলনার চুকনগর সংলগ্ন শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে। মায়ের সঙ্গে সে তার নানা অশোক দত্তের বাড়িতে বেড়াতে এসে পূজায় অংশ নেয়।

ভুক্তভোগীরা জানায়, শনিবার (২২ জুন) রাতে মন্দির প্রাঙ্গণে পূর্ণিমা তিথি উপলক্ষে পূজা-অর্চনা চলছিল। কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। পরদিন প্রসাদ খাওয়া ভক্তদের অনেকেই বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থদের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় ২০ থেকে ২৫ জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫ জনকে খুলনার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি মো. শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার (২৩ জুন) রাতে কাব্য দত্তকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার (২৪ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু খুলনায় পৌঁছানোর আগেই ডুমুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত রয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!